জয়পুরহাটের কালাই পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক তফিকুল ইসলাম তৌহিদ ব্যক্তিগত উদ্যোগে ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
২৮ (জানুয়ারি) শুক্রবার বেলা ১১টায় কালাই পৌর শহরে বসবাসরত গরীব অসহায় মানুষদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কম্বল তুলে দেন কালাই থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা সেলিম মালিক।
এ সময় বাল্য বিবাহ, ইভটিজিং সহ নানাবিধ অপরাধ নিয়ে কথা বলেন ওসি সেলিম মালিক।
অন্যদিকে পৌর কাউন্সিলর ও ছাত্রলীগ নেতা তৌহিদ বলেন-জনতার খেদমত করার লক্ষেই আমি পৌরসভায় প্রতিনিধিত্ব করছি। সেই সাথে মুজিব আদর্শকে বুকে ধারণ করে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করছি।
নজরুল/বার্তাকণ্ঠ