অভিনয়শিল্পী সংঘের ত্রিবার্ষিক (২০২২-২৫) নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা আহসান হাবীব নাসিম, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন রওনক হাসান। শুক্রবার রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খাইরুল আলম সবুজ।
শুক্রবার (২৮ জানুয়ারি) অভিনয় শিল্পী সংঘের নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্রে সকাল নয়টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে সাড়ে সাতটা পর্যন্ত। সেখানে দিনভর উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোট দিয়েছেন নাট্যাঙ্গনের অভিনেতা-অভিনেত্রীরা।
প্রসঙ্গত, অভিনয় শিল্পী সংঘের এ নির্বাচন প্যানেলভিত্তিক ছিল না। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে ২১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন ৪৮ জন অভিনয়শিল্পী। অভিনয়শিল্পী সংঘের নির্বাচনে ৭৫২ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৬৪৪ জন।