প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৬:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২২, ২:২২ পি.এম
সুন্দরবন থেকে উদ্ধার হওয়া মৃত বাঘের ময়না তদন্ত সম্পন্ন

সুন্দরবনের আলোর কোলের রুপার খাল থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া বাঘের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। শনিবার ২৯ জানুযারী বেলা ১১ টার দিকে শরনখোলা রেঞ্জ কর্মকর্তা মোঃ সামসুল আরেফিনের নেতৃত্বে অফিস সংলগ্ন বনে মযনা তদন্তের কাজ সম্পন্ন করা হয। শরণখোলা উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ তোফাজ্জেল হোসেন ও বনবিভাগের ওয়াইল্ড লাইফের সদস্যরা মৃত বাঘটি পরীক্ষা নিরিক্ষা করেন। ৯ ফুট লম্বা বাঘটির শরীরে কোন ক্ষত চিন্হ পাওয়া যায়নি। এটি একটি পুরুষ বাঘ এবং এর বযস ১৫/১৬ বছর হবে বলে জানান তারা। টেস্টের জন্য ল্যাবে পাঠাতে বাঘের চামরা,দাত,মাংশ, হৃদপিন্ডের নমুনা সংগ্রহ করা হয়েছে।
রেঞ্জকর্মকর্তা সামসুল আরেফিন জানান, শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেলে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চর সংলগ্ন রুপার খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর। বাঘটির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ব্যক্তি মারা যেতে পারে। শনিবার বেলা ১১ টার দিকে ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে। বাঘটির মরদেহ মংলার করমজলে প্রেরন করা হয়েছে। এটি মাটি চাপা দেওয়া হবে না সংরক্ষন করা হবে তা উদ্ধতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করে।।
উল্লেখ্য এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে এবং ২০২০ সালের মার্চ মাসে দুটি বাঘের মৃত দেহ উদ্ধার করে বনবিভাগ। এসব বাঘ বার্ধক্যজনিত কারনে মারা গেছে বলে তদন্ত রিপোর্ট প্রকাশিত হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho