বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ক্ষেতলালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেফতার

জয়পুরহাটের ক্ষেতলালে দীর্ঘদিন থেকে চলছে বৈদ্যুতিক মিটার চুরি। এবার চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ সদস্যরা।
গতকাল (২৮ জানুয়ারী) শুক্রবার দিবাগত রাতে উপজেলার বটতলী বাজার হতে বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ার অভিযোগে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগুনগ্রাম ডিপপাড়া হতে শামসুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছেন তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানা পুলিশের এসআই মোখলেছুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, গত ২৪ (জানুয়ারী) চুরি যাওয়া মিটার মালিক উপজেলার বটতলী নামাপাড়া গ্রামের কবির আহাম্মেদ বাদী হয়ে অজ্ঞাত নামে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে চুরির অভিযোগে গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১০ টায় জেলার কালাই উপজেলার বেগুন গ্রামের ডিপপাড়ার  নিজ বাড়ী হতে শামসুল ইসলাম (৩৫) কে হাতেনাতে আটক করেন ক্ষেতলাল থানা পুলিশের মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোখলেছুর রহমান।
ঘটনা সুত্রে আরো জানা যায়, আটক শামসুল ইসলাম ডিপটিউবওয়েলে লাইনম্যান হিসেবে কাজ করে। গত ৯ জানুয়ারী প্রথমে তার নিজ গ্রামের জনি নামে এক ব্যক্তির মিটার চুরি করে এবং ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে মিটার ফেরত দেয়। এরপর দ্বিতীয় দফায় গত ২৪ জানুয়ারী বিকেল সাড়ে পাঁচটায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার সংলগ্ন বটতলী নামাপাড়া রাস্তার পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের পোলে থাকা মিটার হাতের ধাক্কা দিয়ে খুলে নেয় এবং যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার পোলের কাছে রেখে যায় চোর। মিটার মালিক ওই নাম্বারে যোগাযোগ করলে দরকষাকষির এক পর্যায়ে সেখানেও ৫ হাজার টাকা পেয়ে চুরি যাওয়া মিটারের খোঁজ দেয়। মিটার মালিক শামসুল ইসলাম তার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী সিমের ঝাংলা হতে মিটারটি  উদ্ধার করেন।
চুরি যাওয়া মিটার মালিক, কবির আহাম্মেদ এর মামলার এজাহারে দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল এর সার্বিক দিকনির্দেশনায় প্রথমে বিকাশের দোকানদার খোকনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির অভিযোগে শামসুল ইসলামকে তার নিজ গ্রাম হতে আটক করে থানা পুলিশ। এতে নেত্রত্ব দেন এসআই মোখলেছুর রহমান।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, দীর্ঘদিন থেকেই এলাকায় মিটার চুরি হচ্ছিল। মিটার চুরির অভিযোগের আলোকে সর্তকতা অবলম্বন করে বাদীর দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিটার চুরির অভিযোগে শামসুল ইসলামকে তার নিজ বাড়ী হতে গ্রেপ্তার করা হয় এবং আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ

ক্ষেতলালে বৈদ্যুতিক মিটার চোর চক্রের সদস্য গ্রেফতার

প্রকাশের সময় : ০৭:৩১:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
জয়পুরহাটের ক্ষেতলালে দীর্ঘদিন থেকে চলছে বৈদ্যুতিক মিটার চুরি। এবার চোর চক্রের এক সদস্যকে হাতেনাতে গ্রেফতার করেছে ক্ষেতলাল থানা পুলিশ সদস্যরা।
গতকাল (২৮ জানুয়ারী) শুক্রবার দিবাগত রাতে উপজেলার বটতলী বাজার হতে বৈদ্যুতিক মিটার চুরি যাওয়ার অভিযোগে এক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়পুরহাট জেলার কালাই উপজেলার বেগুনগ্রাম ডিপপাড়া হতে শামসুল ইসলাম (৩৫) নামে একজনকে আটক করেছেন তদন্তকারী কর্মকর্তা ক্ষেতলাল থানা পুলিশের এসআই মোখলেছুর রহমান।
থানা সূত্রে জানা গেছে, গত ২৪ (জানুয়ারী) চুরি যাওয়া মিটার মালিক উপজেলার বটতলী নামাপাড়া গ্রামের কবির আহাম্মেদ বাদী হয়ে অজ্ঞাত নামে ক্ষেতলাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মামলার এজাহারে বাদীর দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হয়ে চুরির অভিযোগে গতকাল শুক্রবার (২৮ জানুয়ারি) রাত ১০ টায় জেলার কালাই উপজেলার বেগুন গ্রামের ডিপপাড়ার  নিজ বাড়ী হতে শামসুল ইসলাম (৩৫) কে হাতেনাতে আটক করেন ক্ষেতলাল থানা পুলিশের মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মোখলেছুর রহমান।
ঘটনা সুত্রে আরো জানা যায়, আটক শামসুল ইসলাম ডিপটিউবওয়েলে লাইনম্যান হিসেবে কাজ করে। গত ৯ জানুয়ারী প্রথমে তার নিজ গ্রামের জনি নামে এক ব্যক্তির মিটার চুরি করে এবং ৫ হাজার টাকা বিকাশের মাধ্যমে নিয়ে মিটার ফেরত দেয়। এরপর দ্বিতীয় দফায় গত ২৪ জানুয়ারী বিকেল সাড়ে পাঁচটায় ক্ষেতলাল উপজেলার বটতলী বাজার সংলগ্ন বটতলী নামাপাড়া রাস্তার পাশে অবস্থিত পল্লী বিদ্যুতের পোলে থাকা মিটার হাতের ধাক্কা দিয়ে খুলে নেয় এবং যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার পোলের কাছে রেখে যায় চোর। মিটার মালিক ওই নাম্বারে যোগাযোগ করলে দরকষাকষির এক পর্যায়ে সেখানেও ৫ হাজার টাকা পেয়ে চুরি যাওয়া মিটারের খোঁজ দেয়। মিটার মালিক শামসুল ইসলাম তার দেওয়া তথ্যমতে পার্শ্ববর্তী সিমের ঝাংলা হতে মিটারটি  উদ্ধার করেন।
চুরি যাওয়া মিটার মালিক, কবির আহাম্মেদ এর মামলার এজাহারে দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তা নিয়ে থানা অফিসার ইনচার্জ নীরেন্দ্রনাথ মন্ডল এর সার্বিক দিকনির্দেশনায় প্রথমে বিকাশের দোকানদার খোকনকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরির অভিযোগে শামসুল ইসলামকে তার নিজ গ্রাম হতে আটক করে থানা পুলিশ। এতে নেত্রত্ব দেন এসআই মোখলেছুর রহমান।
এ বিষয়ে ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ নীরেন্দ্র নাথ মন্ডল বলেন, দীর্ঘদিন থেকেই এলাকায় মিটার চুরি হচ্ছিল। মিটার চুরির অভিযোগের আলোকে সর্তকতা অবলম্বন করে বাদীর দেওয়া তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মিটার চুরির অভিযোগে শামসুল ইসলামকে তার নিজ বাড়ী হতে গ্রেপ্তার করা হয় এবং আজ শনিবার (২৯ জানুয়ারি) বিকেলে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
নজরুল/বার্তাকণ্ঠ