প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৯, ২০২২, ৮:১২ পি.এম

বৃদ্ধি
মোঃ নাঈম হোসেন
বাজারে তেলের মূল্য ঢের বৃদ্ধি।
কয়েক মাস পূর্বে ছিল লবণ ও পেঁয়াজের দাম বৃদ্ধি।
আদা, লংকা, রোশনের কদরও কম নয়।
গরিবের বাড়িতে স্বামী-স্ত্রীর মাঝে এ নিয়ে রোজ ঝগড়াঝাঁটি হয়।
এখন আবার লাফিয়ে বাড়ছে চাল ও গ্যাসের দাম।
বছর ধরে করোনায় দেশে নাই কাজ-কাম।
বেকারত্বের সংখ্যাও তাই দিনদিন বৃদ্ধি।
এখন আবার করোনার রোগীর সংখ্যা বৃদ্ধি।
গরিবেরা অসহায় করছে শুধু হায়-হায়।
প্রধানমন্ত্রীর প্রোনোদোনা করছে তাই বৃদ্ধি।
মুজিব বর্ষের সময়টাও বেড়েছে কয়েকদিন।
আশ্রয়নের অধিকার , শেখ হাসিনার উপহার।
এই স্লোগানে কেউ থাকবেনা গৃহহীন।
নামাজীর সংখ্যাও কিন্তু বেড়েছে কয়েকগুণ।
কমেছে তবে কিছুটা হত্যা ও গুমখুন।
ধর্ষণের সংখ্যা কিন্তু লাফিয়ে আবার বাড়ছে।
ধর্ষকের শাস্তি তাই, সরকার মৃত্যু দণ্ড করছে।
চুরিচামারি, ডাকাতি ও বাটপাড়ের সংখ্যাও বৃদ্ধি।
প্রশাসনও প্রতিজ্ঞায় অবিচল।
সমাজ থেকে অপরাধ সমূলে করবে নির্মূল।
শিক্ষামন্ত্রীর দয়ায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ।
অটোপাশে পাশ সবাই,
শিক্ষার্থীদের ঘরে-ঘরে মিষ্টির আনন্দ।
নো মাক্স নো সার্বিস,
প্রধানমন্ত্রীর কঠোর হুঁশিয়ার।
বোকারা সবাই, বলছে তবুও যা হবে ভাগ্যিস।
মাক্স না পরে অবাধে তাই, চলছে সবাই,
প্রধানমন্ত্রীর নির্দেশনা করে পরিহার।
করোনার সংখ্যাও তাই বাড়ছে বারংবার।
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও তাই,
দফায় দফায় বৃদ্ধি।
অসুস্থ আর গর্ভবতী শিক্ষিকাদের থাকতে নির্দেশ ঘরেতে।
উর্ধ্বতন কর্মকর্তা আর হেট টিচার বারংবার,
সহকারি শিক্ষিকাদের তবু ডাকছে আসতে স্কুলেতে।
শিক্ষা আছে মনুষ্যত্ব নাই।
আইন আছে প্রয়োগ নাই।
অন্যায়, অনিয়ম, অবিচার তাই দিনদিন বৃদ্ধি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho