রাজস্ব আদায়ে স্বচ্ছতা ও গতিশীলতা আনায়নে মাঠ পর্যায়ে বিশেষ ভুমিকা রাখায় কাস্টম কমিশনারদের মধ্যে একমাত্র ‘সার্টিফিকেট অব মেরিট’ সম্মাননা পেয়েছেন বেনাপোল কাস্টম হাউসের কমিশনার মো: আজিজুর রহমান।
ওয়ার্ল্ড কাস্টমস ডে অনুষ্ঠানে গত বুধবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এই পুরস্কার তুলে দেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক।
তার বিশেষ ভূমিকাকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে কর্মস্পৃহা ও পেশাদারিত্ব বৃদ্ধি এবং সরকারের উন্নয়ন ল্যমাত্রা অর্জন অধিকতর গতিশীল করার ল্েয এই পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন।
উল্লেখ্য বেনাপোল কাস্টম হাউস আধুনিক কাস্টমস ব্যবস্থাপনায়/ডিজিটাল কার্যক্রমে সম্পৃক্ততা। বাংলাদেশ কাস্টমস অফিস ম্যানেজমেন্ট সফটওয়্যার নির্মানে সফলভাবে বা¯তবায়ন। বেনাপাস সফটওয়ারে গুরুত্বপূর্ণ ১৫টি মডিউলের মাধ্যমে অফিস ব্যবস্থাপনা ডিজিটালাইজেশনর্, সকল মডিউল এখন ডিজিটাল ভার্সনে পাওয়া যাচ্ছে। ইতোমধ্যে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান কর্তৃক প্রশংসিত হয়েছে এ সফটওয়্যারটি।
নজরুল/বার্তাকণ্ঠ