
শরণখোলায় রবিবার দিনব্যপী শিশুশ্রম বন্ধে শিশু বান্ধব উপজেলার রুপরেখা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার অগ্রদূত ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ও শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের সাথে শিশু শ্রম নিরসনের মাধ্যমে শিশুবান্ধব উপজেলার রুপরেখা প্রণয়ন বিষয়ক পরামর্শ সভায় প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। বিশেষ অতিথি ছিলেন সাউথখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, শরণখোলা থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ নুরুজ্জামান খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আঃ হাই। উন্নয়ন সংস্থা উদয়ন-বাগেরহাটের নির্বাহী পরিচালক শেখ আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত পরামর্শ সভায় বক্তব্য রাখেন শরণখোলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ আলী, সাংবাদিক নজরুল ইসলাম আকন, প্রভাষক সাংবাদিক আঃ মালেক রেজা, উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হেসেন, সাউথখালী ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ বাচ্চু মুন্সি ও এনজিও ইনসিডিন বাংলাদেশ,র প্রতিনিধি এ্যাডভোকেট রফিকুল আলম প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান শিশুশ্রম বন্ধে উপায় ও বিকল্প কর্মসংস্থান নিয়ে বিভিন্ন প্রস্তাব গ্রহণ করা হয়। দাতা সংস্থা গ্লোবাল মার্চ এগেইনস্ট চাইল্ড লেবার এর সহায়তায় উদয়ন-বাগেরহাট ও ইনসিডিন বাংলদেশ যৌথভাবে এই পরামর্শ সভার আয়োজন করে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho