Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১রবিবার , ৩০ জানুয়ারি ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

মুহাম্মদ ﷺ শেষ নবী

হাফেজ মাওঃ মেহেদী হাসান
জানুয়ারি ৩০, ২০২২ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

হযরত মুহাম্মদ ﷺ শেষ নবী, তাঁর পরে কাউকে নবী মানলে কাফির হয়ে যাবেঃ
অর্থ: হযরত আবূ হুরাইরাহ রাযি. থেকে বর্ণিত, প্রিয় নবী ﷺ  ইরশাদ করেন: আমার ও আমার পূর্ববর্তী নবী (আঃ) গণের দৃষ্টান্ত এরূপ, যেমন এক ব্যক্তি একটি ঘর বানিয়েছে, সেই ঘরের এক কোনে একটি মাত্র ইটের স্থান ব্যতীত বাকী সকল স্থান খুব সুন্দরভাবে সুসজ্জিত করেছে। এবার লোকেরা এসে ঘুরে ঘুরে সে ঘর দেখতে লাগল এবং আশ্চর্যান্বিত হতে লাগল এবং বলতে লাগল: ঐ ইটটি কেন দেয়া হল না? প্রিয় নরী ﷺ  বলেন-আমিই সেই ইটটি। অর্থাৎ, আমি সকল নবীগণের সমাপ্তকারী।
এ হাদীস দ্বারা বুঝা গেল, যারা (কাদীয়ানীরা) ছায়া নবী মানে; বা যারা (বার ইমাম পন্থী শিয়া) ইমামতের নামে হযরত মুহাম্মদ ﷺ  এর পরে নবীর চেয়েও শক্তিশালী ব্যক্তিকে মানে তারা সকলেই কাফের এবং ইসলামের গণ্ডি থেকে বহিস্কার হয়ে গেছে। এ ব্যাপারে পৃথিবীর সকল হক্কানী উলামাগণ ঐক্যমত পোষণ করেছেন। সূত্র: বুখারী শরীফ, ২/৮৬৮ (৩৫৩৫) মুসলিম শরীফ, হাদীস নং (২২৮৬) মুসনাদে আহমদ, হাদীস নং (৭৪৯০)
এ ব্যাপারে মুফতী আজম, মুফতী মুহাম্মদ শফী রহ. তাঁর বিশ্ব বিখ্যাত কিতাব “খতমে নবুওয়াত” গ্রন্থে একশত আয়াত ও দুইশত হাদীস উল্লেখ করেছেন।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: