
নিপূন সংবাদ সম্মেলনে বলেন, এসব টেক্সট আমি অলরেডি আইজিপির কাছে দিয়ে এসেছি। উনি এ বিষয়ে তদন্ত করে পুরো বিষয়টি খতিয়ে দেখবেন। এছাড়া আমি এই বিষয়গুলোর সুষ্ঠু তদন্ত করার জন্য আদালত পর্যন্ত যেতে চাই। তবে সময় সংবাদের পক্ষে তাৎক্ষণিকভাবে স্ক্রিনশটগগুলো সত্য-মিথ্যা যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে নিপুন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ নিয়ে সাধারণ ডায়েরি করেছেম বনানী থানায়। রোববার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গেল ২৮ তারিখে অনুষ্ঠিত হয় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে অংশ নেন নিপুন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জায়েদ খান। নির্বাচনে জায়েদ খানের বিপরীতে ভোটে হেরে গেছেন নিপুন। এরপর থেকেই তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
নিপূন আরও বলেন, নির্বাচন কমিশনার এই নির্বাচনে এক পক্ষকে টেনেছেন। প্রধান নির্বাচন কমিশনার শুধুমাত্র মিশা-জায়েদ খান প্যানেলকে সব রকের সাপোর্ট দিয়েছেন। তিনি আমাদের কোনো সাপোর্ট দেয়নি। তার কীসের এত টান, তিনি কেন এইরকম করলেন। তিনি যে সরকারি চাকরি করেন তারও তদন্ত করা হোক। শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল ছিল ফিল্মপাড়া। বিভিন্ন ইস্যুতে সরব হয়ে উঠে দুই প্যানেল। ২১ জানুয়ারি বিএফডিসিতে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের মিছিলে চিত্রনায়ক ইমনের ওপর হামলা হয়েছিল।
শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল ছিল ফিল্মপাড়া। বিভিন্ন ইস্যুতে সরব হয়ে উঠে দুই প্যানেল। ২১ জানুয়ারি বিএফডিসিতে ইলিয়াস কাঞ্চন-নিপুন প্যানেলের মিছিলে চিত্রনায়ক ইমনের ওপর হামলা হয়েছিল। কিন্তু কে হামলা করেছে তা স্পষ্ট হয়নি। কাঞ্চন-নিপুন প্যানেল দাবি করে হামলা করেছে মিশা-জায়েদ প্যানেলের লোকজন। এ বিষয়ে জায়েদ খানকে প্রশ্ন করলে ইমনের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান তিনি। সে সময় জায়েদ খান আরও জানান ইমন তার ছোট ভাই। নায়ক ইমনের সঙ্গে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনা নিয়ে চিত্রনায়ক ফেরদৌসও জানান ঘটনাটি হতাশাজনক।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho