শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতি চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা ।

রবিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৩.৪০ মিনিটের সময় উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের মাগুরমারি বাজারের পূর্ব পাশে এই ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ মনসুর হেলাল (৩৪) বলেন , ট্রাকে মাল আনলোড করে দিনাজপুর হতে বাড়ি ফেরার পথে মাগুরমারি চৌরাস্তা বাজারের পূর্ব পার্শে সড়কের ওপর গাছ ফেলে গাড়িটি আটকানোর চেষ্টা করা হয় । ড্রাইভার এর দক্ষতার কারণে গাছের গুঁড়ির ওপর দিয়ে গাড়ি চালিয়ে পার হয়ে আসি । এ সময় গাড়িতে আমরা ড্রাইভারসহ দুইজন ছিলাম । এবং ওই মুহূর্তে আমাদের সাথে নগদ ছয় লক্ষ টাকা ছিল । গাছের গুড়ির উপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হওয়ার সময় গাছের কিছু ডালপালা গাড়ি বিভিন্ন স্থানে লেগে গাড়িটি  ক্ষতিগ্রস্ত হয়েছে । গাড়ির স্টেয়ারিং সামান্য বাঁকা হয়েছে । যদি গাড়িটি আমরা ব্রেক করতাম তবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত । গাছের গুড়ি পার হওয়ার পর পরেই দ্রুত বাড়ির দিকে ছুটে আসি এবং তৎক্ষণাৎ ভজনপুর হাইওয়ে পুলিশের কাছে বিষয়টি অবগত করি । পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার ওপর ফেলে রাখা গাছ অপসারণ করে । বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি । চারদেশীয় স্থল বন্দর বাংলাবান্ধা থেকে পণ্য দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় । যেহেতু বাংলাবান্ধা স্থলবন্দর এবং এই উপজেলা চারদিকে সীমান্ত বেষ্টিত তাই মহাসড়কের নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এ ধরনের অপ্রীতিকর ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পণ্য পরিবহনে ব্যাঘাত সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভজনপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, সূর্য উদয়ের আগমুহূর্তে চৌরাস্তা বাজারের পূর্ব পাশে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের উপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছে । বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মহাসড়কের উপর থেকে গাছ অপসারণ করি । এবং দিনের বেলা স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাস্তার পাশের স’মিল এর মালিক সহ স্থানীয়দের অবগত করা হয়েছে । তদন্ত চলমান রয়েছে । এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি । দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । হাইওয়ে সড়কের উপর যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি ।

 

নজরুল/বার্তাকণ্ঠ

 

পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতির চেষ্টা

প্রকাশের সময় : ১১:০৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ওপর গাছ ফেলে ডাকাতি চেষ্টা করেছে দুষ্কৃতিকারীরা ।

রবিবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ৩.৪০ মিনিটের সময় উপজেলার ৭নং দেবনগর ইউনিয়নের মাগুরমারি বাজারের পূর্ব পাশে এই ঘটনাটি ঘটে । ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ মনসুর হেলাল (৩৪) বলেন , ট্রাকে মাল আনলোড করে দিনাজপুর হতে বাড়ি ফেরার পথে মাগুরমারি চৌরাস্তা বাজারের পূর্ব পার্শে সড়কের ওপর গাছ ফেলে গাড়িটি আটকানোর চেষ্টা করা হয় । ড্রাইভার এর দক্ষতার কারণে গাছের গুঁড়ির ওপর দিয়ে গাড়ি চালিয়ে পার হয়ে আসি । এ সময় গাড়িতে আমরা ড্রাইভারসহ দুইজন ছিলাম । এবং ওই মুহূর্তে আমাদের সাথে নগদ ছয় লক্ষ টাকা ছিল । গাছের গুড়ির উপর দিয়ে ঝুঁকি নিয়ে পার হওয়ার সময় গাছের কিছু ডালপালা গাড়ি বিভিন্ন স্থানে লেগে গাড়িটি  ক্ষতিগ্রস্ত হয়েছে । গাড়ির স্টেয়ারিং সামান্য বাঁকা হয়েছে । যদি গাড়িটি আমরা ব্রেক করতাম তবে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যেত । গাছের গুড়ি পার হওয়ার পর পরেই দ্রুত বাড়ির দিকে ছুটে আসি এবং তৎক্ষণাৎ ভজনপুর হাইওয়ে পুলিশের কাছে বিষয়টি অবগত করি । পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাস্তার ওপর ফেলে রাখা গাছ অপসারণ করে । বিষয়টি দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তিনি । চারদেশীয় স্থল বন্দর বাংলাবান্ধা থেকে পণ্য দেশের বিভিন্ন স্থানে ট্রাকে করে নিয়ে যাওয়া হয় । যেহেতু বাংলাবান্ধা স্থলবন্দর এবং এই উপজেলা চারদিকে সীমান্ত বেষ্টিত তাই মহাসড়কের নিরাপদ যাতায়াতের ক্ষেত্রে এ ধরনের অপ্রীতিকর ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং পণ্য পরিবহনে ব্যাঘাত সৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভজনপুর হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহাঙ্গীর আলম খান বলেন, সূর্য উদয়ের আগমুহূর্তে চৌরাস্তা বাজারের পূর্ব পাশে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের উপর গাছ ফেলে ডাকাতির চেষ্টা হয়েছে । বিষয়টি জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় মহাসড়কের উপর থেকে গাছ অপসারণ করি । এবং দিনের বেলা স্থানীয় ইউপি চেয়ারম্যান, রাস্তার পাশের স’মিল এর মালিক সহ স্থানীয়দের অবগত করা হয়েছে । তদন্ত চলমান রয়েছে । এখন পর্যন্ত আমরা বেশ কয়েকজনের নাম জানতে পেরেছি । দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে । হাইওয়ে সড়কের উপর যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বন্ধে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি ।

 

নজরুল/বার্তাকণ্ঠ