
উইন অর উইন। এই মন্ত্রটা বেশ ভালোভাবেই রপ্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নামে ভারে যেমন, আসরে এখন পর্যন্ত সবচেয়ে ধারাবাহিক দল দুইবারের চ্যাম্পিয়নরা। আর চতুর্থ ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কাগজে-কলমে অন্যতম সেরা দল মিনিস্টার ঢাকার বিপক্ষে।
এদিকে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই প্রমাণ দিয়ে যাচ্ছে কুমিল্লার খেলোয়াড়রা। ব্যাটিংয়ে লিটন দাস ও ফাফ ডু প্লেসি এবং বোলিংয়ে মোস্তাফিজের সঙ্গে শহিদুলও নিয়ন্ত্রিত বোলিং করছেন। স্পিনে তানভীর আর নাহিদুলরা কার্যকরী ভূমিকা রাখছেন।
অপরদিকে, মিনিস্টার ঢাকা ভুগছে বিপিএলের শুরু থেকেই। চার ম্যাচে মাত্র একটি জয় নিয়ে চট্টগ্রামে গেছে ঢাকা। তবে সাগরিকায় দারুণ ছন্দ খুঁজে পেয়েছে মাহমুদউল্লাহ বাহিনী।
এদিকে সমালোচনায় জর্জরিত তামিম ইকবাল হোম ভেন্যুতে দেখিয়েছেন নিজের ক্লাস। দুর্দান্ত এক সেঞ্চুরি উপহার দিয়ে দলকে ফিরিয়েছেন জয়ে। আজও তার দিকে তাকিয়ে থাকবে ঢাকার সমর্থকরা। তাছাড়া দলের বাকিরাও ভূমিকা রাখছেন। সাগরিকায় আরো একটা জয়ের খোঁজেই মাঠে নামবে দল।
মিনিস্টার গ্রুপ ঢাকা একাদশ: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), তামিম ইকবাল, নাঈম শেখ, শুভাগত হোম, রুবেল হোসেন, এবাদত হোসেন, ইমরানউজ্জামান, মাশরাফি বিন মর্তুজা, মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), অ্যান্ড্রু রাসেল এবং কাইস আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ানস একাদশ: ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), ফাফ ডু প্লেসিস, ক্যামেরন ডেলপোর্ট, আরিফুল হক, শহিদুল ইসলাম, নাহিদুল ইসলাম, তানভির ইসলাম, মাহমুদুল হাসান জয়, মোস্তাফিজুর রহমান ও করিম জানাত।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho