
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব শহীদ কর্ণেল জামিল বীর উত্তমের ৮৭ তম জন্মদিন। দিনটি স্মরণে শহীদ কর্ণেল জামিল স্মৃতি সংসদ, যশোর মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বেলা ১২ টায় দৈনিক জনকন্ঠ অফিসে কেককাটাসহ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
শহীদ কর্ণেল জামিল স্মৃতি সংসদের সভাপতি আফজাল হোসেন দোদুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রেসক্লাব যশোরের সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
আলোচনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাজেদ রহমান, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি মীর আজাদ, শহীদ কর্ণেল জামিল স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদ গণি খান রিমন, সাংবাদিক শাহাবুদ্দিন আলম, প্রণব দাস ও নিশাত বিজয়, শহীদ কর্ণেল জামিল স্মৃতি সংসদের সদস্য মুক্তার আলী ও বিদ্যুৎ দে।
উল্লেখ্য, শহীদ কর্ণেল জামিল ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামরিক সচিব হয়েও বিশ্বস্ত দেহরক্ষীর মত কর্তব্যরত অবস্থায় নিহত হন। ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদার হলেও কর্নেল জামিল নামেই তাঁর পরিচিতি।
তিনি ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা। কর্নেল জামিল ১ ফেব্রুয়ারি ১৯৩৬ সালে গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। কিন্তু তার বেড়ে ওঠা এবং কৈশোরকাল কেটেছে যশোরে। জিলা স্কুল থেকেই এসএসসি পাশ করেন তিনি। চাকরি সূত্রে পিতা ম্যাজিস্ট্রেট বদরুউদ্দিন আহমেদ যশোরে আসেন এবং শহরের ঘোপ এলাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে এখন তার কোন স্মৃতিচিহ্ন নেই।
কর্নেল জামিলের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে ২০০৯ সালে তাকে বীর-উত্তম খেতাবে ভূষিত করে সরকার। সেনাবাহিনীও তাদের এই বীরসেনাকে ব্রিগেডিয়ার জেনারেল পদমর্যাদা দিয়ে সম্মানিত করে।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho