প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১, ২০২২, ১১:৩৩ পি.এম
চট্টগ্রামে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের বরাদ্দপত্র জাল করায় ৪ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নাসিরাবাদ, চট্টগ্রাম এর ভূয়া বরাদ্দপত্র সৃজন করায় ৪ জনের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগের খবর পাওয়া গেছে।
সোমবার (৩১ জানুয়ারি) চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জাল-জালিয়াতির অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে।
অনুসন্ধানে জানা যায় , জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ নাসিরাবাদ, চট্টগ্রাম বিভাগ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়'র ২০১৮ সালের শেষ স্বারক নং-২৪৪৮ অথচ অভিযুক্তের বরাদ্দপত্রের স্বারক নং-৩০৯৭ তারিখ ২৯/০৫/২০১৮ইং। উক্ত ভূয়া বরাদ্দপত্র যোগাসাজশে সৃজন করেছে নরসিংদী জেলার ফজলুল হকের পুত্র মো. নাজমুল হক, কুমিল্লা জেলার মৃত কাশেমের পুত্র মো. নাসির উদ্দীন ছোটন, চট্টগ্রাম জেলার মো. আতিক উল্লাহ ভূঁইয়ার পুত্র এস.এ.এম. শফিক উল্লাহ প্রকাশ মামুন ও লক্ষীপুর জেলার মামুনুর রশিদের স্ত্রী রাজিয়া সুলতানা।
এব্যাপারে গৃহায়ণ কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত কর্মচারী আবু তাহের বাদী হয়ে বর্ণিত ব্যক্তিগণের বিরুদ্ধে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এর আদালতে সি.আর. মামলা নং ৩১/২০২২ (খুলশী থানা), ধারা-৪৬৮/৪৭১/৩৪ বিগত ৩১/০১/২০২২ইং তারিখে রুজু করেন। মাননীয় বিজ্ঞ পঞ্চম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন অভিযোগটি আমলে নিয়ে আগামী ৬/০৪/২০২২ তারিখের মধ্যে ডিসি (ডিবি) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, অভিযুক্তগণ বাদীর স্বাক্ষর জাল-জালিয়াতির মাধ্যমে ব্যাংকের জমাপত্র বই সৃজন করে অবৈধ কার্যক্রম পরিচালনা করে বাদীকে বানোয়াট অর্থ আত্মসাতের অপবাদ দিয়ে হয়রানী করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন ফাউন্ডেশনের নির্বাহী প্রধান এড. মো. জাফর হায়দার।
নজরুল/বার্তাকণ্ঠ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho