
সম্প্রতি এ নায়িকা শুরু করেছেন নতুন ছবির কাজ। নাম ‘ময়ূরাক্ষী’। গোলাম রাব্বানীর চিত্রনাট্যে এই ছবিটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। প্রেম ও প্রতারণা ‘ময়ূরাক্ষী’ ছবির গল্পের মূল বিষয়বস্তু। ছবিতে শিলার চরিত্রটির নাম সুরভি। নতুন সিনেমার শুটিংয়ের ব্যাপারে শিরিন শিলা বলেন, ‘ময়ূরাক্ষী’ সিনেমার শুটিং শুরু হয়েছে। এফডিসিতে কাজ করছি।
এই ছবিটি প্রেম ও প্রতারণার গল্পে নির্মিত হচ্ছে। প্লেন ছিনতাইয়ের একটি গল্প থাকবে। প্লেন ছিনতাইকারীর একজন স্ত্রী থাকে এবং নায়িকা গার্লফেন্ড থাকে। আমি স্ত্রীর চরিত্রটা করছি। একজন নায়িকার জন্য আমার সংসারটা নষ্ট হয়ে যায়। পুরো প্রতারণার শিকার হই আমি। একটা ভিন্নধর্মী গল্প। এখন তো অফট্রাক সিনেমার যুগ। আশা করি ভালো কিছু হবে। শিরিন শিলা জানান, টানা শুটিং নিয়ে ব্যস্ততা যাচ্ছে আমার। এর আগে ‘নদীর জলে শাপলা ভাসে’ ও ‘বীরাঙ্গনা ৭১’ নামে দু’টি ছবিতে অভিনয় করেছেন। আমার শেষ ছবিগুলো সবই অফ ট্রাকের বলা যায়। ‘নদীর জলে শাপলা ভাসে’- ছবিটা সেন্সর পেয়েছে। সেখানে আমার সহশিল্পী আনিসুর রহমান মিলন। ‘বীরাঙ্গনা ৭১’ এ কাজ করেছি সেখানে ফজলুর রহমান বাবু ভাইয়ার সঙ্গে। বাবু ভাইয়ের জন্যই ওই ছবিটি আমার করা। তার মতো অভিনেতার সঙ্গে কাজ করে অনেককিছু শিখতে পারছি। এক সিনেমায় একজন নায়িকা থাকলে আরেকজন নায়িকা অভিনয় করতে চায় না। তবে ‘ময়ুরাক্ষী’তে ববি ও আপনি দু’জনই অভিনয় করছেন। কীভাবে এটা সম্ভব হলো? শিরিন শিলা বলেন, আরেকজন নায়িকা থাকলে আমি অভিনয় করতে পারবো না- তা আমি কখনই ভাবি না। এখানে একজন কেন আরও ৫ জন নায়িকা থাকলেও, আমার কিছু যায় আসে না। কারণ আমি জানি কতটুকু দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে পারবো। আর বিগত দিনে যে কয়টা ছবি আমার মুক্তি পেয়েছে, আমি কেন্দ্রীয় চরিত্রেই ছিলাম। এছাড়া ববি আপুর সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। আমার পছন্দের নায়িকা। এই প্রথম তার সঙ্গে কাজ করছি। সবিমিলিয়ে ভালো লাগছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho