
শিরোপা লড়াইয়ে চারবারের চ্যাম্পিয়ন ভারতের প্রতিপক্ষ ২৪ বছর পর ফাইনালে ওঠা ইংল্যান্ড। নর্থ সাউন্ডে ৫ ফেব্রুয়ারি এবারের টুর্নামেন্টের ফাইনাল।
কলিজ ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ২৯০ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছিল ভারত অনূর্ধ্ব-১৯ দল। অধিনায়ক যশ দুল খেলেন ১১০ রানের ঝকঝকে এক ইনিংস। শেখ রশিদ ৬ রানের জন্য সেঞ্চুরি পাননি।
তৃতীয় উইকেটে দুল আর রশিদ মিলে গড়েন ২০৪ রানের বিশাল এক জুটি। এ জুটিতে ভর করেই বড় পুঁজি পেয়ে যায় চারবারের চ্যাম্পিয়নরা।
অস্ট্রেলিয়ার পক্ষে দুটি করে উইকেট নেন জ্যাক নিসবেট আর উইলিয়াম সালজমান। জবাবে একটা সময় ২ উইকেটে ৭৩ থাকলেও পরে হঠাৎ ধস নামে অস্ট্রেলিয়া যুবদলের ইনিংসে। ১২৫ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তিনবারের চ্যাম্পিয়নরা।
দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন লাচান শ। করি মিলার ৩৮ এবং ক্যাম্পবেল কেলাওয়ের ব্যাট থেকে আসে ৩০ রান। বাকিদের কেউ ত্রিশের ঘরে পৌঁছাতে পারেননি।
ইনিংসের ৪৯ বল বাকি থাকতে ১৯৪ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। ভারতের ভিকি ওস্তাল ৩টি এবং রবি কুমার ও নিশাত সিন্ধু দুটি করে উইকেট নেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho