প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৯, ২০২৬, ৪:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ৩:০১ পি.এম
সিঙ্গাইরে রাস্তার মধ্যে বিদ্যুতের খুঁটি

মানিকগঞ্জের সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইটের সলিং করা রাস্তার ঠিক মাঝ বরাবর রয়েছে পল্লী বিদ্যুতের খুঁটি। এতে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, দ্রুত রাস্তার মধ্য থেকে খুঁটিটি সরানো হোক।
জানা গেছে, সিঙ্গাইর সদর ইউনিয়নের গোবিন্ধল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আইলাপাড়া মসজিদ পর্যন্ত রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। রাস্তাটি দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। সাধারণ যাত্রী ছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা চলাচল করে রাস্তাটি দিয়ে। ওই রাস্তার মাঝে রয়েছে একটি পল্লী বিদ্যুতের খুঁটি। এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
গোবিন্ধল পশ্চিম পাড়ার জাহাঙ্গীর আলম বলেন, রাস্তাটি দিয়ে প্রতিদিন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ প্রায় হাজারখানেক মানুষের চলাচল। রাস্তার মাঝের এই বিদ্যুতের খুঁটির কারণে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। পল্লী বিদ্যুৎ অফিসে বিষয়টি একাধিকবার জানালেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।
সিঙ্গাইর পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মো. শফিকুল ইসলাম বলেন, রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের ওই খুঁটি খুব দ্রুত সরানো হবে। ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অফিসিয়ালভাবে জানানো হয়েছে। অনুমোদন হলে খুব তাড়াতাড়ি খুঁটিটি সরানোর ব্যবস্থা করা হবে।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho