প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৫, ৩:১১ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ৬:৪০ পি.এম
রাণীশংকৈলে মুদি দোকানে চুরি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে মুদি দোকানে প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার টাকার মালামাল চুরি হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার ৫নং বাচোর ইউনিয়নের আমজুয়ান চৌরাস্তা এবি ফুলবাড়ী স্কুলের দক্ষিণ পার্শ্বে মেসার্স সাইফুল ট্রেডার্স এর মালিক মোঃ সাইফুল ইসলামের মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে।
ভুক্ত ভুগি সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গত ০১-০২-২০২২ইং মঙ্গলবার দোকানে বেচাকেনা শেষ করে রাত ৯:৩০ মিনিটে দোকান বন্ধ রেখে বাড়ি যায় পরদিন সকাল ৭:৩০ মিনিটে দোকান খুলতে এসে দেখি দোকানের হুক খোলা এবং ভেতরে গিয়ে দেখি দোকানের মালামাল সব এলোমেলো এবং চিনির বস্তা ১০ টি, ২ লিটারসয়াবিন তেল বোতল ২০০টি,১ লিটার সয়াবিন তেল বোতল ৩০০টি, চাউল বস্তা ১০টি এবং দোকানের অন্যান্য মালামাল সহ প্রায় দুই লক্ষ চব্বিশ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি আরো বলেন এখানে আমি দীর্ঘদিন ধরে সার ও কীটনাশক এর ব্যাবসা করে আসছি এর এরকম চুরির ঘটনা ঘটে নি।মুদি দোকান দেওয়ার বেশি দিন হয়নি, আশেপাশে আরো দোকান রয়েছে আমার দোকানে এমন চুরি এটা উদ্দেশ্যে মুলক ।
এবিষয়ে থানায় কোন অভিযোগ হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, থানায় গত ৩-০২-২০২২ইং তারিখে রাণীশংকৈল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করছি ।
তবে ইদানিং রাণীশংকৈলে জুয়া ও মাদক বেড়ে যাওয়ায় চুরি ছিনতাই বেড়েছে বলে ধারণা করছেন এলাকার সচেতন মহল। উপজেলার বিভিন্ন হাটবাজারে লক্ষ্য করা যায় ক্রিকেট ও মোবাইলে বিভিন্ন খেলায় বাজি ধরে যাতে করে জুয়াখেলা নির্বিঘ্নে খেলছে জুয়াড়িরা। অনায়াসে প্রশাসনের চোখ কে ফাকি দিয়ে নির্বিঘ্নে জুয়া খেলছে তারা। এভাবে চলতে থাকলে রাণীশংকৈলে আরো চুরি ছিনতাই বাড়বে বলে আশঙ্কা করেন এলাকার সাধারণ মানুষ।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) এস এম জাহিদ ইকবাল জানান, মুদি দোকানে চুরির বিষয়ে গতকাল একটি অভিযোগ পেয়েছি , তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মাদক, জুয়া কথায় খেলা হচ্ছে তা প্রশাসন কে জানানোর অনুরোধও জানান তিনি।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho