প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৬, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২২, ৭:৩০ পি.এম
নির্বাচনে জিতে দুধ দিয়ে গোসল করলেন চেয়ারম্যান

নির্বাচনের দিন রাতে ভোটের ফলাফল দিতে দেরি হইছিল। তখন মানত করছিলাম, মোশারফ হোসেন চেয়ারম্যান হইলে তাকে দুধ দিয়ে গোসল করামু। তাই তাকে দুধ দিয়ে আমরা গোসল করাইলাম।
নির্বাচনে জয়ী হওয়ায় মানিকগঞ্জের শিবালয়ের তেওতা ইউনিয়নের চেয়ারম্যান মোশারফ হোসেনকে দুধ দিয়ে গোসল করালেন তার সর্মথকরা। কারণ হিসেবে বলেছেন, সেই এলাকায় কেউ ভালো কিছু করলে এভাবে গোসল করানোর রেওয়াজ আছে।
মোশারফ হোসেন ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক। তিনি শিবালয়ের তেওতা ইউনিয়নের মেছের উদ্দিনের ছেলে।
উপজেলার তেওতা ইউনিয়নে যমুনা নদীর পাড়ে শুক্রবার দুপুর দেড়টার দিকে তাকে দুধ দিয়ে গোসল করান হোসেন মোল্লাসহ এলাকাবাসী। এ সময় নতুন নির্বাচিত দুই সদস্যকেও দুধ দিয়ে গোসল করানো হয়।
হোসেন মোল্লা বলেন, নির্বাচনের দিন রাতে ভোটের ফলাফল দিতে দেরি হইছিল। তখন মানত করছিলাম, মোশারফ হোসেন চেয়ারম্যান হইলে তাকে দুধ দিয়ে গোসল করামু। তাই তাকে দুধ দিয়ে আমরা গোসল করাইলাম।
তাছাড়া আমাগো এলাকায় কোনো বিশেষ ব্যক্তি ভালো কিছু করলে দুধ দিয়ে গোসলের রেওয়াজ আছে।
মোশারফ হোসেন বলেন, দুধ দিয়ে গোসলের কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু ভোটার আর এলাবাসীর অনুরোধে গোসল করতে হয়েছে। তাদের ভোটে যেহেতু নির্বাচিত হয়েছি, তাই তাদের সম্মান আর খুশি রাখতে আসলে দুধ দিয়ে গোসল করা।
ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোশারফ হোসেন মোটর সাইকেল প্রতীক নিয়ে তেওতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ হাজার ৪৬২ ভোট পেয়ে জয়ী হন। এই নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের আবুল বাশার সুমন পেয়েছেন ৪ হাজার ২৭৪ ভোট।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho