
কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তিতে যুক্তরাজ্যের পক্ষ থেকে বাংলাদেশের জনগণ ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার রবার্ট ডিকসন।
শুক্রবার (৪ ফেব্রুয়ারি) এক বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ডিকসন বলেন, ৫০ বছর আগে এ দিনে (৪ ফেব্রুয়ারি) লন্ডন ও ঢাকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। এর মাধ্যমে ব্রিট বাংলা বন্ধনের এক নতুন অধ্যায়ের সূচনা হয়।
হাইকমিশনার বলেন, আমি গর্বিত যে বাংলাদেশ প্রতিষ্ঠার ইতিহাসে যুক্তরাজ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
রবার্ট ডিকসন ১৯৭২ সালের জানুয়ারিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে বঙ্গবন্ধুর বৈঠকের বিষয়টি উল্লেখ করে বলেন, একই বছর স্বাধীন বাংলাদেশের রাজধানীতে একটি ব্রিটিশ হাইকমিশন প্রতিষ্ঠার সঙ্গে সঙ্গে যুক্তরাজ্যের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী স্যার অ্যালেক ডগলাস-হোম বাংলাদেশ সফর করেন। তখন থেকেই যুক্তরাজ্য বাংলাদেশের গবেষণা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন, দুর্যোগঝুঁকি হ্রাস, দারিদ্র্য বিমোচন, শিক্ষার উন্নতি, নারী ও শিশুদের আয়ু বৃদ্ধি এবং নারীর ক্ষমতায়নের প্রতিশ্রুতিবদ্ধ অংশীদার। এসবই গত ৫০ বছরে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতিতে সাহায্য করেছে।
১৯৮৩ সালে রানী দ্বিতীয় এলিজাবেথের বাংলাদেশ সফরের কথা স্মরণ করে রবার্ট ডিকসন আগামী অর্ধ শতক এবং অনাগত ভবিষ্যতে দু’দেশের মানুষের মৈত্রী ও সংস্কৃতির বন্ধন আরও সুসংহত হবে বলে কামনা করেন।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho