শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

আইনি ব্যবস্থা নেবেন জায়েদ খান

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২
  • ৪২

ছবি: সংগৃহীত

অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ড। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধি না অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, অভিযোগকারী নিপুণ ও নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, অভিযোগ প্রমাণীত হওয়ায় জায়েদ খান ও চুন্নুর প্রার্থীতা বাতিলা করা হলো। সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। তবে এই বিষয়ে ভিন্ন কথা বললেন পদ হারানো জায়েদ খান।

তিনি বলেন, এখানে আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইন বহির্ভূত, পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনী ব্যবস্থা নিবো।

আইনি ব্যবস্থা নেবেন জায়েদ খান

প্রকাশের সময় : ০৮:৩৫:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ ফেব্রুয়ারী ২০২২

অভিযোগ প্রমাণিত হওয়ায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেছেন আপিল বোর্ড। শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জায়েদ খানের প্রার্থীতা বাতিল করে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিজয়ী ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

শনিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় এফডিসিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশ মোতাবেক সাধারণ সম্পাদক পদে জায়েদ খান ও কার্যকরী সদস্য পদে চুন্নুর নির্বাচন আচরণবিধি না অভিযোগ নিয়ে বৈঠকে বসে আপিল বোর্ড।

এখানে উপস্থিত ছিলেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান, বোর্ডের সদস্য মোহাম্মদ হোসেন, অভিযোগকারী নিপুণ ও নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন।

তবে এ বৈঠকে দুই অভিযুক্ত উপস্থিত ছিলেন না। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন আপিল বোর্ডের চেয়ারম্যান। তিনি জানান, অভিযোগ প্রমাণীত হওয়ায় জায়েদ খান ও চুন্নুর প্রার্থীতা বাতিলা করা হলো। সাধারণ সম্পাদক হিসেবে নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হলো। তবে এই বিষয়ে ভিন্ন কথা বললেন পদ হারানো জায়েদ খান।

তিনি বলেন, এখানে আপিল বোর্ডের কোনো মূল্য নেই। তারা এরকম কোনো সিদ্ধান্ত দিতে পারে না৷ এটা আইন বহির্ভূত, পৃথিবীতে এমন নজিরবিহীন ঘটনা নেই। প্রজ্ঞাপনের পর মৃত আপিল বোর্ড রায় ঘোষণা করে। আমি আইনী ব্যবস্থা নিবো।