
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্বামীর সাথে ঘুরতে গিয়ে এক গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) রাতে ঘোড়াশাল রেল স্টেশনের পাশে স্বামীর সামনেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই গৃহবধূ। পরে ৯৯৯ এ কল পেয়ে পুলিশ গিয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে।
এ ঘটনায় রাজিব মিয়া (২৮) ও রিফাত মিয়া (২৪) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত রাজিব মিয়া ঘোড়াশাল পৌর এলাকার টেঙ্গরপাড়া গ্রামের মৃত শাহা আলমের ছেলে ও রিফাত মিয়া পৌর এলাকার চামড়াব গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।
তথ্যটি নিশ্চিত করে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) জহিরুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যা রাতে ঘোড়াশাল রেল স্টেশন এলাকায় স্বামীর সাথে ঘুরতে আসেন ওই গৃহবধূ। এসময় রাজিব ও রিফাতসহ তিন বখাটে ওই দম্পতির পরিচয় জানতে চায়। পরে ঘোড়াশাল রেল স্টেশনের এক নির্জন স্থানে নিয়ে স্বামীকে মারপিট করে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ করে। একপর্যায়ে ওই বখাটেদের কাছ থেকে ছুটে নির্যাতিতা ওই গৃহবধূর স্বামী ৯৯৯ এ কল দিলে ঘোড়াশাল পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, রেলপথে এই ধর্ষণের ঘটনায় রবিবার সকালে ভিকটিম ও গ্রেফতারকৃত দুই অভিযুক্তকে রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষাসহ রেলওয়ে থানায় এই ঘটনার মামলা পক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho