প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৫, ৫:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২২, ৯:৩৫ পি.এম
রাঙ্গুনিয়ায় হত্যা মামলার ফেরারি আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া মাওলানা মাহবুবুর রহমান হত্যা মামলার প্রধান ফেরারি আসামি আজিজুল ইসলাম চৌধুরীকে (৪৬) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
গ্রেপ্তার আজিজুল রাঙ্গুনিয়া থানার ইসলামপুরের মো. গোলাম আকবর চৌধুরীর ছেলে।
শনিবার (৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় রানিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। তিনি জানান, ২০১৪ সালের নভেম্বর মাসে রাঙ্গুনিয়া থানার ইকরামপুর এলাকায় আজিজ বাহিনী পূর্ব শত্রুতার জেরে মাওলানা মাহবুবুর রহমানকে তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে ঠান্ডাছড়ি গ্রামের পোস্ট অফিস এলাকায় হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়। এ মামলায় আজিজুল ইসলাম চৌধুরী প্রধান আসামি ছিলেন। এ ঘটনার পর থেকে আজিজুল ছদ্মবেশে বিভিন্ন জায়গায় আত্মগোপন করে।
গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকাল সাড়ে ৫ ঘটিকায় রানিরহাট বাজার এলাকা থেকে আজিজুলকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আজিজুল হত্যার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেন। আজিজুলকে রাঙ্গুনিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান নুরুল আবছার।
বার্তাকণ্ঠ/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho