প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৮, ২০২২, ৬:০৮ পি.এম
পৃথক অভিযান: বেনাপোলে ফেনসিডিলসহ আটক ৫

যশোরের শার্শা ও বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে ২১৫ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পিতা-পুত্রও রয়েছে।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক দুটি অভিযানে তাদের আটক করে শার্শা ও বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার তালশারী গ্রামের মৃত জামশেরের ছেলে রাশেদ আলী (৪৫) ও তার ছেলে হাফিজ (২০), ভবেরবেড় মধ্যপাড়ার মৃত বাবর আলী মোড়লের ছেলে তৈয়েব মোড়ল (৫৬), খড়িডাঙ্গা গ্রামের আবুল হোসেনের ছেলে মনিরুজ্জামান মনিরুল (৪৮) ও একই এলাকার মৃত গোলাম হোসেনের ছেলে আব্দুস সালাম (৩৬)।
পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শার্শা থানার এসআই সুমন সরকারের নেতৃত্বে পুলিশ বেনাপোল-যশোর মহাসড়কের শার্শা বাজারের যাত্রী ছাউনীর সামনে অভিযান চালিয়ে ১৬৫ বোতল ফেনসিডিল ও একটি ইজিবাইকসহ রাশেদ, হাফিজ ও তৈয়েব মোড়লকে আটক করে।
শার্শা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা দায়ের হয়েছে।
অপরদিকে, বেনাপোল পোর্ট থানার এএসআই মাসুম বিল্লাহ এর নেতৃত্বে পুলিশ বেনাপোলের খড়িডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ মনিরুল ও সালামকে আটক করে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, মাদক উদ্ধারের ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho