প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৬, ৪:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৯, ২০২২, ১২:৫০ পি.এম
আবারও চাল আমদানির হুমকি দিলেন খাদ্যমন্ত্রী

দেশের চালের বাজার কোনোভাবেই অস্থিতিশীল হতে দেওয়া হবে না মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, চালের মজুত ধরে রেখে বেশি মুনাফা করতে দেওয়া হবে না। প্রয়োজন হলে চাল আমদানি করা হবে। এ জন্য নথি তৈরি আছে।
রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ‘অবৈধ মজুতদারি রোধে করণীয় ও বাজার তদারকিসংক্রান্ত মতবিনিময়’ সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মন্ত্রী। চালের মিলমালিক ও ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমনের ভরা মৌসুমে চালের দাম বাড়ছে। আজ থেকে চালের দাম যেন না বাড়ে, তা নিশ্চিত করতে আপনাদের ভূমিকা দেখতে চাই। শুধু মুনাফার উদ্দেশ্যে ব্যবসা না করে ভোক্তাদের স্বস্তি দিন।’
খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের উদ্দেশে মন্ত্রী বলেন, লাইসেন্স নিয়ে কেউ ধান-চাল মজুত করে রাখছেন কি না, তা খতিয়ে দেখতে হবে। মিলমালিকেরা কী পরিমাণ ধান কিনছেন, মজুত করছেন এবং ভাঙাছেন তার হিসাব রাখতে হবে। মন্ত্রণালয়কে তা অবহিত করতে হবে। গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
একই অনুষ্ঠানে মিলমালিক আবদুল হান্নান বলেন, দেশে সরু চালের চাহিদা বেশি। এ চালের দাম কমানো যাবে না। কারণ, পার্শ্ববর্তী দেশেও সরু চালের দাম বেশি। তিনি বাজার স্থিতিশীল রাখার জন্য সরবরাহ বাড়াতে চাল আমদানির অনুরোধ জানান।
রংপুর বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে খাদ্যসচিব মোসাম্মৎ নাজমানারা খানুম, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho