
মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ এর খেতাব জিতেছেন ডা. শাফাক আখতার নামে এক চিকিৎসক। তিনি দেশটির লাহোর শহরের বাসিন্দা।
কানাডায় অনুষ্ঠিত ভার্চুয়াল সৌন্দর্য প্রতিযোগিতায় মিস পাকিস্তান ইউনিভার্সাল ২০২২ এর খেতাব জেতেন তিনি। এই প্রতিযোগিতার বিজয়ীদের পুরষ্কার দেওয়ার জন্য লাহোরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
ওই অনুষ্ঠানে শাফাককে বিজয়ীর মুকুট পরিয়ে দেন গতবারের চ্যাম্পিয়ন সামান শাহ।
মুকুট জেতার পর শাফাক বলেন, এই প্রতিযোগিতায় জয়ী হওয়া আমার জন্য সম্মানের। ভবিষ্যতে অনেক আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশকে গর্বিত করার চেষ্টা করব। এই সাফল্য আমার আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আমি আশা করি ভবিষ্যতেও আমি এমন সাফল্য পেতে থাকব।
ডা. শাফাক ইনস্টাগ্রামে খুব একটা সক্রিয় নন। ইনস্টাগ্রামে তার প্রায় তিন হাজার ফলোয়ার রয়েছে। হাসপাতালে ডিউটি টাইমের পর তিনি সাধারণত ঘুরে বেড়াতে ও ছবি তুলতে পছন্দ করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho