প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ৬:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১০, ২০২২, ৬:০৯ পি.এম
টেকনাফে তালিকাভুক্ত সন্ত্রাসীসহ গ্রেফতার ৩

কক্সবাজার টেকনাফে ১৬ এপিবিএন সদস্যরা রোহিঙ্গা ক্যাম্প-২৭ (জাদিমুড়া) অভিযান চালিয়ে তালিকাভুক্ত ২ সন্ত্রাসীসহ ৩ জন গ্রেফতার।
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৫:৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্প-২৭ (জাদিমুড়া) এর সি/৫ ব্লকস্থ স্থানীয় ইউনুছ এর বাড়ির পার্শ্বে খালী জায়গায় ১৪/১৫ জন সশস্ত্র ডাকাত ডাকাতির জন্য প্রস্তুতি গ্রহণ করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের অফিসার ও ফোর্স বর্ণিত স্থানে উপস্থিত হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পলায়নের চেষ্টা করলে ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলেন, নুর মোহাম্মদ এর পুত্র ,রোহিঙ্গা ডাকাত মোস্তফা কামাল (২৪), এফসিএন-২৬২০৭৪, ব্লক-বি। আলী হোসেন,এর পুত্র মোহাম্মদ তাহের(২৬), এফসিএন-৪০৩৪৭০, ব্লক-বি/৭, মীর আহমেদ,এর পুত্র কামাল হোসেন (২৩), এফসিএন-২৬৭৪১৮, ব্লক-এ/৪ (বর্তমানে ব্লক-সি/২), সর্ব -২৭ (জাদিমুড়া)
১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম তারিক জানান,
১২/১৩ জন অজ্ঞাতনামা ডাকাত পাহাড়ের দিকে পালিয়ে গেলেও ৩ জন কে গ্রেফতার করতে সক্ষম হয়
এবং তাদের নিকট থাকা বিভিন্ন সাইজের দেশীয় ৩টি রাম দা জব্দ করা হয়।
গ্রেফতারকৃত ১ ও ২ নং রোহিঙ্গা টেকনাফ থানার নিয়মিত মামলার এজাহারভুক্ত আসামী এবং ২ ও ৩ নং রোহিঙ্গা পুলিশ হেডকোয়ার্টার্স এর তালিকাভুক্ত সন্ত্রাসী।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত রোহিঙ্গাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho