
দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বলিউডে অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। পরিচালক জোয়া আখতারের পরবর্তী সিনেমায় দেখা যাবে তাকে।
খুব শিগগিরই ইন্ডাস্ট্রিতে পা রাখছেন বলে গুঞ্জন ছিল অনেক দিনের। তবে পড়াশোনা শেষ করেই শুটিং শুরু করবেন সুহানা। একই ছবিতে তার সঙ্গে ডেবিউ হতে যাচ্ছে শ্রী দেবীর ছোট মেয়ে খুশি কাপুর এবং অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দার।
‘আর্চি কমিকস’ অবলম্বনে তৈরি হচ্ছে জোয়ার আগামী সিনেমা। গত বছর নভেম্বরেই এই সিনেমার কথা জানিয়েছিলেন তিনি। তবে এতে কে বা কারা অভিনয় করছেন বা করবেন তা নিয়ে কখনো মুখ খোলেননি।
অনেকগুলো স্টার-কিড তার সিনেমায় ডেবিউ করছেন, এটা সম্ভবত সারপ্রাইজ দিতে চেয়েছেন জোয়া। এজন্য কাউকে এখনও সিনেমার অভিনেতাদের সম্পর্কে বিশেষ কিছু জানাননি।
উল্লেখ্য, ২০১৮ সালে এক ম্যাগাজিনের হাত ধরে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছিলেন সুহানা। সেই সঙ্গে মুম্বাইয়ে একাধিক নাটক ও স্বল্পদৈর্ঘ্যর কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
অন্যদিকে, সিনেমায় পা না রাখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে জনপ্রিয়তা অর্জন করেছেন সুহানা। অনেকের কাছেই তিনি এখনই ‘স্টাইল আইকন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho