
আজ রবিবার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা ২০২১-এর ফলাফল। এবারের পরীক্ষায় রাজধানীর স্ট্যামফোর্ড কলেজের বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিলেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘি। পাস করেছেন অভিনেত্রী। যদিও ফলাফল খুব একটা ভালো নয়।
কিন্তু কেমন হলো দীঘির রেজাল্ট। সে কথা নায়িকা নিজেই গণমাধ্যমে প্রকাশ করেছেন। একসময়ের জনপ্রিয় এই শিশুশিল্পী জানিয়েছেন, ‘আমি জিপিএ ৩.৭৫ পেয়েছি। এর আগে কোনো পরীক্ষায় জিপিএ ফাইভ পাইনি। কারণ, আমি তেমন ভালো ছাত্রী নই।
এর আগে ২০১৯ সালে একই স্ট্যামফোর্ড স্কুল অ্যান্ড কলেজ থেকেই এসএসসি পাস করেন তারকা দম্পতি সুব্রত ও দোয়েল-কন্যা দীঘি। সে বার তিনি পেয়েছিলেন জিপিএ ৩.৬১। ওই সময় তার বাবা অভিনেতা সুব্রত বলেছিলেন, ‘দীঘি এসএসসি পাস করেছে, এতেই আমরা খুশি।
এবারও একই কথা দীঘির বাবা সুব্রতর মুখে। মেয়ের রেজাল্ট পাওয়ার পর তার প্রতিক্রিয়া, ‘পেন্ডামিকের মধ্যে তো পড়াশোনা উঠেই গিয়েছিল। কোচিং, প্রাইভেটও নেই। কতক্ষণ আর বলে বলে পড়ানো যায়। তবে দীঘি যা পেয়েছে তাতে আমি খুশি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho