
এক পা দিয়েই লিখে এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া যশোরের ঝিকরগাছার জন্ম প্রতিবন্ধি তামান্না আক্তার নুরাকে ফোন করেছেন প্রধানমন্ত্রী। সোমবার রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে তামান্না নুরার খোঁজ খবর নেন। তিনি তামান্নাকে আশ্ব¯ত করে বলেন, ‘তোমার পাশে আমি আছি তুমি এগিয়ে যাও।’
যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর ফোন পেয়ে আবেগ আপ্লত হয়ে পড়েন তামান্না ও তার পরিবার। কথা বলার ভাষা হারিয়ে শুধুই কাঁদেন।
নুরার বাবা রওশন আলী জানান প্রধানমন্ত্রীর ফোন পাওয়ার পর আমরা কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার জন্ম প্রতিবন্ধি মেয়ের দায়িত্ব প্রধানমন্ত্রী নিয়েছেন এটা আমার জন্য বড় পাওনা।
তিনি আরো জানান বিকেল ৫টার দিকে প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা লন্ডন থেকে তামান্না নুরার কাছে ফোন করেন। তিনিও নুরাকে আশ্ব¯ত করেন, এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখান তাকে।
তামান্নার স্বপ্ন পূরণের জন্য এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা ও দেখা করার জন্য চিঠি লেখে জন্মপ্রতিবন্ধী অদম্য শিক্ষার্থী তামান্না নুরা। তামান্নার পায়ে লেখা চিঠি তার বাবা রওশন আলী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের নিকট জমা দিলে ওই দিনই তা জেলা প্রশাসকের নিকট পাঠানো হয়।
দরখা¯ত পেয়ে জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান তামান্নার বাবাকে ফোন করে দেখা করতে বলেন। জেলা প্রশাসকের সাথে রওশন আলী দেখা করেন।
যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খানের নির্দেশে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হক বাঁকড়ার আলীপুর গ্রামের দুই হাত ও এক পা বিহীন অদম্য শিক্ষার্থী তামান্নার বাড়িতে যান। তার পড়াশুনা ও পারিবারিক সার্বিক খোঁজ-খবর নেন। তামান্না ইচ্ছার কথা শুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চিঠি লেখার আবেদন করার পরামর্শ দেন তিনি।
তামান্না এক পা দিয়ে লিখে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে এলাকায় সাড়া জাগিয়েছে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho