
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেল দূর্ঘটনায় পুলিশের এ এস আইসহ দুই জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার লেংগুড়া ইউনিয়নের ফুলবাড়ী নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন- নেত্রকোনা পুলিশ লাইনস্ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের এ এস আই জহিরুল ইসলাম (৪৬) ও মোহাম্মদ ইনছান (৩০) এবং গুরুতর আহত সুমন মাহমুদ (৩০) দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল প্রেরণ করেন। তাদের তিন জনের বাড়ী শেরপুর জেলার নকলা উপজেলার পোলাবেশ গ্রামে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজন একই মোটরসাইকেল যোগে উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের সাত শহীদের সমাধিস্থলে ঘুরতে আসে।ঘুরা শেষে ফিরে আসার পথে ফুলবাড়ী নামক স্থানে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয় এবং গুরুতর আহত হয় সুমন মাহমুদ (৩০)।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের লাশ ময়না তদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho