প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৬, ২০২৬, ৮:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২২, ১১:৩০ পি.এম
পেকুয়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কক্সবাজারের পেকুয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে পেকুয়া উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা আয়োজন করা হয়।
পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ আল জিনাতের সভাপতিত্বে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.জাহাঙ্গীর আলম,মহিলা ভাইস-চেয়ারম্যান উম্মে কুলসুম মিনু,জেলা আ'লীগের সাবেক মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, এস এম গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল্লাহ বিএ,বারবাকিয়া ইউপি চেয়ারম্যান এইচ.এম. বদিউল আলম, উজানটিয়া ইউপি চেয়ারম্যান তোফাজ্জল করিম, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী, টইটং ইউপির চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আর.এম.ও. ডাক্তার মজিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ জাফর আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে দেশ। এই ধারাবাহিকতা কেউ বাধাগ্রস্ত করতে পারবেনা। এছাড়াও ২১ শে ফেব্রুয়ারী মাতৃভাষা দিবসের প্রস্তুতিমূলক আলোচনা ও করেন তিনি।
এ সময় অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন,পেকুয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা ছালামত উল্লাহ, শহীদ জিয়া বিএম আই কলেজের অধ্যক্ষ এ. এম.ফরিদুল আলম চৌধুরী, পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ওয়াহিদুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বারেক, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, উপজেলা জাতীয় পাটির সাবেক সভাপতি মাহাবুব ছিদ্দিকী, সাংবাদিক জহিরুল ইসলাম, সাংবাদিক জালাল উদ্দীন প্রমুখ।
এসময় করোনাকালীন সময়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মালামাল চুরি, মারামারি, ইয়াবা পাচারকারী, কিশোর গ্যাংসহ পেকুয়া উপজেলার সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা তুলে ধরেন বক্তারা।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho