
র্যাবের বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে ঢাকার দেওয়া চিঠির এখনো কোনো জবাব দেয়নি ওয়াশিংটন।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আবুল মোমেন এ কথা জানান।
এ ব্যাপারে কাজ চলছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী আগামী ৪ এপ্রিল যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন বলেও জানান। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর করছেন। নিষেধাজ্ঞার বিষয়ে এই সফরে আলোচনা হবে বলেও জানান জানান তিনি।
নিষেধাজ্ঞার বিভিন্ন খুঁটিনাটি দিক জানতে চেয়ে পররাষ্ট্রমন্ত্রী চিঠি লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সিনেটর ও কংগ্রেস সদস্যকে। এ ছাড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। কিন্তু জানুয়ারির শেষের দিকে এসব চিঠি লেখা হলেও এখনও উত্তর আসেনি কোনও।
সাবেক হাইকমিশনার এম খায়রুজ্জামানকে দেশে ফেরাতে সরকার প্রয়োজনীয় সব আইনি উদ্যোগ নেবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho