প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৭, ২০২৫, ৬:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৭, ২০২২, ৫:০৫ পি.এম
অস্ত্র মামলা: ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় মিলন সিংহ নামে এক ভারতীয় নাগরিকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এই রায় দেন।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মিলন সিংহ ভারতের মালদা জেলার বৈষ্টম নগর থানার সুখদেবপুর এলাকার মৃত. রতন সিংহের ছেলে।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা বলেন, ২০১৮ সালের ৩১ জানুয়ারি জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর কাপিরা টোলা এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি বিদেশি পিস্তল ও ৪৭ রাউন্ডগুলিসহ আসামি মিলন সিংহকে গ্রেফতার করে র্যাব। আসামি ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। পাশাপাশি বিনা লাইসেন্সে অবৈধ অস্ত্র নিজ হেফাজতে রেখে বিক্রির জন্য বাংলাদেশে অবস্থান করে। পরে তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় অস্ত্র ও অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন এসআই গোলাম সারোয়ার।
মামলার তদন্ত কর্মকর্তা র্যাবের এসআই মাহমুদুল হাসান ও শিবগঞ্জ থানার এসআই বাবুল হোসেন তদন্ত শেষে ২০১৮ সালের ১ মার্চ মিলন সিংহকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আদালতের বিজ্ঞ বিচারক মিলন সিংহকে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন।
এই মামলার আসামি পক্ষে আইনজীবী ছিলেন আব্দুল ওয়াদুদ এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত সরকারি কৌসুলি আঞ্জুমান আরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho