Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

কটাক্ষে ভরে গেছে দীপিকার কমেন্ট বক্স

বিনোদন ডেস্ক
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ৮:১৩ অপরাহ্ণ
Link Copied!

বলিউড অভিনেত্রী দীপিকার একটি ফটোশুট নিয়ে চলছে ট্রলের বন্যা। তার পোজ দেখে হেসে খুন নেট দুনিয়া। অনুসারীদের কটাক্ষে ভরে গেছে তার কমেন্ট বক্স।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুটি ছবি পোস্ট করেন দীপিকা। এতে তার পরনে রয়েছে কমলা রঙের মনোকিনি। ছবিগুলো তোলা হয়েছে পানির নিচে। অর্থাৎ কোনো সুইমিং পুলের ভেতরে ডুব দিয়ে ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে লিখেছেন, ‘কখনো কখনো সবচেয়ে নিরাপদ জায়গা হলো পানির নিচে।

পানির ভেতরে ছবি তোলার ব্যাপারটা ইন্টারেস্টিং বটে। কিন্তু তার পোজ মোটেও পছন্দ হয়নি নেটিজেনের। দীপিকা এমনভাবে বসে এক্সপ্রেশন দিয়েছেন, যেটা সবার হাসি-ঠাট্টার বিষয়ে পরিণত হয়েছে। এক অনুসারী লিখেছেন, এমন লাগছে যেন পায়খানা করতে বসেছে!’ আরেকজন লিখেছেন, পুল নষ্ট করো না, ঘরে বাথরুম আছে না?

অগণিত নেতিবাচক মন্তব্যের ভিড়ে কিছু প্রশংসাও রয়েছে ভক্তদের। ইতোমধ্যে দীপিকার এই পোস্টে ১৮ লাখের বেশি রিঅ্যাকশন পড়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি মুক্তি পেয়েছে দীপিকা অভিনীত সিনেমা ‘গেহরাইয়া’। সকুন বাত্রা পরিচালিত সিনেমাটিতে তার সঙ্গে আছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পান্ডে ও ধৈর্য্য। মূলত এই সিনেমার প্রচারণার স্বার্থেই পানির নিচে ফটোশুট করেছেন অভিনেত্রী।

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।