
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন অভিনেত্রী ডলি জহুর। বিষয়টি নিশ্চিত করেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসান।
রওনক হাসান বলেন, ‘আমাদের সবার প্রিয় অভিনয়শিল্পী ডলি জহুরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে। করোনা পরীক্ষার পর ফলাফল নেগেটিভ এসেছে। আরও পরীক্ষা-নিরীক্ষা করার পর সবকিছু বোঝা যাবে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন।’
হাসপাতালের বিছানায় ধারণ করা ডলি জহুরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন রওনক হাসান। সেখানে নিজের শারীরিক অবস্থার কথা জানিয় ডলি জহুর বলেন, আমার তেমন কিছু হয়নি, অল্প ঠান্ডা লেগেছে। দ্রুত সুস্থ হয়ে উঠব।
একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী ডলি জহুর বর্তমানে একমাত্র ছেলে রিয়াসাত অস্ট্রেলিয়াতে বসবাস করেন। সেখান থেকে দীর্ঘ দুই বছর পর জানুয়ারি মাসে ঢাকায় ফিরেছেন এ অভিনেত্রী।
ডলি জহুর মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে অভিনয় করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে ১৯৭৪-৭৫ সালের দিকে মঞ্চে অভিনয় শুরু করেন তিনি। পরে টেলিভিশন নাটকে ও চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৬০টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho