প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ২:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৮, ২০২২, ৯:২১ পি.এম
যশোরের বীর মুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ আর নেই

যশোর জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ আর নেই। ইন্না,,,,,,, রাজেউন। আজ শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ১০ মিনিটে যশোর মেকিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
জাসদের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা রবিউল আলম জানান, শুক্রবার দুপুর ১২ টারপর শহরের ঘোপ সেন্টাল রোডের তার নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত্যু ঘোষণা করেন। তিনি আরও জানান, বীর মুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ দীর্ঘদিন ধরে হার্ট ও কিডনি জনিত রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে বাড়িতে হাসপাতালে নেয়ার পথে স্টোক জনিত কারণে তার মৃত্যু হয়েছে।
বীরমুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদের মৃত্যুর খবরে শোকের ছেয়ে নেমে এসেছে বিভিন্ন মহলে। মৃত্যুর খবর শুনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ তার বাড়িতে ছুটে আসেন। শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেন ও তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করেন ।
উল্লেখ, বীরমুক্তিযোদ্ধা রাজেক আহম্মেদ সাবেক সাংসদ আলী রেজা রাজুর আপন ছোট ভাই । এছাড়া তিনি চিত্র নায়ক ফেরদৌসের চাচা শ্বশুর ছিলেন। এর বাইরেও তিনি প্রথম শ্রেনীর সরকারী ঠিকাদার ছিলেন।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho