Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শুক্রবার , ১৮ ফেব্রুয়ারি ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন
আজকের সর্বশেষ সবখবর

রাঙ্গুনিয়ায় লালানগর প্রবাসী বিএনপি পরিবারের আর্থিক অনুদান প্রদান 

এম. মতিন, চট্টগ্রাম ব্যুরো।।
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আকবর সিকদার পাড়াস্থ ঈমাম বুখারী (রাঃ) মাদ্রাসার নবনির্মিত ভবন নির্মাণ কাজের জন্য ৪৫ হাজার টাকা অর্থ সহায়তা দিয়েছে সৌদি আরব ভিত্তিক সামাজিক সংগঠন লালানগর প্রবাসী বিএনপি পরিবার।
শুক্রবার (১৮ ফেব্রুয়ারী) জুমার নামাজের পর ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার প্রতিষ্ঠা ও প্রধান শিক্ষক হাফেজ মাওলানা এইচএম নুর উল্লাহর হাতে এ অনুদান তুলে দেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আহমেদ হাসনাত।
এসময় আবু আহমেদ হাসনাত বলেন, লালানগর প্রবাসী বিএনপি পরিবারের রেমিটেন্স যোদ্ধারা, তাঁদের কষ্ট উপার্জিত অর্থ শুধু মাত্র নিজের পরিবার পরিজনদের জন্য ব্যয় না করে, সামাজিক কাজে ব্যয় করে দৃষ্টান্তমূলক উদাহরণ তৈরি করছেন। সমাজকে ভালো কিছু উপহার দেয়ার চেষ্টা করছেন সংগঠনটি।
তিনি আরও বলেন, লালানগর প্রবাসী বিএনপি পরিবার রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নের গরীব, অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের জন্য সেবা আর কল্যাণমুখী কর্মকান্ড পরিচালনা করে এক মানবিক লড়াইয়ে শামিল হয়েছে।
অনুদান প্রদানের সময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ্যাড. কামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন চৌধুরী তপন, সদস্য ও সমন্বয়ক লিয়াকত আলী মেম্বার, হাজী আনোয়ার হোসেন, আবদুল মজিদ, মিজানুর রহমান,  ইব্রাহীম সুলতান, মোঃ ইদ্রিস পৌর যুবদলের সদস্য সচিব মো. মহসিন, এম এইচ সুমন, আবু জাফর, মোঃ ইরফান, ওমর ফারুক, রবিউল হাসান, প্রবাসী ক্লাবের ফারুক আহমেদ, মোঃ নুরুল আজিম রুবেল, মো নাসের, মোঃ হেলাল মোল্লা ও মোঃ জাহেদ প্রমূখ।
এ্যাড. কামাল হোসেন জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য ঘরবাড়ি নির্মাণ, অসুস্থদের সহায়তা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্যসেবাসহ নানা ধরণের কাজ করে অগ্রণী ভূমিকা পালন করে আসছে লালানগর প্রবাসী বিএনপি পরিবার। অর্থাভাবে সাময়িক বন্ধ থাকা মাদ্রাসা ও হেফজখানার নির্মাণকাজ পুনরায় চালু করার লক্ষ্যে লালানগর প্রবাসী বিএনপি পরিবারের আজকের এই অনুদান একটি ক্ষুদ্র প্রয়াস।
বার্তা/এন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।