কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড ।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৪ টার সময় বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার সৈয়দ তৈমুর পাশা এর নেতৃত্বে টেকনাফ থানাধীন নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ যশোর জেলার বড় আঁচড়া গ্রামের মোঃ সোহারাবের ছেলে
মোঃ আজমির আলী(৩১) কে আটক করা হয়।
জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ড ভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।