Barta Kontho
নিবন্ধন নম্বর: ৪৬১শনিবার , ১৯ ফেব্রুয়ারি ২০২২
 1. 1st Lead
 2. 2nd Lead
 3. অপরাধ
 4. আইটি বিশ্ব
 5. আইন ও আদালত
 6. আন্তর্জাতিক
 7. আবহাওয়া
 8. ইসলাম
 9. খেলাধুলা
 10. চাকুরি
 11. ছবি ঘর
 12. জাতীয়
 13. জেলার খবর
 14. ট্রাভেল
 15. নির্বাচন

“আমরা একাত্তর” এর উদ্যোগে ১০ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান

সাজ্জাদ হোসেন হৃদয় - কিশোরগঞ্জ।। 
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:৫১ অপরাহ্ণ
Link Copied!

কিশোরগঞ্জের “আমরা একাত্তর” নামক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত ১০ জন ভাষাসৈনিককে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়।
“আমরা একাত্তর” কিশোরগঞ্জের সংগঠক এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষাসৈনিক আশরাফ মাস্টার (এমপি) সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, রবীন্দ্র সরকার, সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেলিন, আসাদুজ্জামান জুয়েল, আহমেদুল কবীর মামুন প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ভাষাসৈনিকরা হলেন আশরাফুদ্দিন আহম্মদ (আশরাফ মাষ্টার এম.পি), মিছির উদ্দিন আহমেদ, এ. বি মহিউদ্দিন, মু. আবু সিদ্দিক, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, আমিনুল হক, এডভোকেট এমএ মতিন, হায়দার আলী ও গঙ্গেশ সরকার।
“আমরা একাত্তর” এর সংগঠক এডভোকেট অশোক সরকার জানান, আজ শনিবার দেশের ৫৩টি জেলায় একযোগে আমরা একাত্তর সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। দেশে প্রতিটি জেলায় সরকারি ব্যবস্থাপনায় ভাষাসৈনিকদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলক স্থাপনের দাবি জানান তিনি।
বার্তা/এন 

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।