প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২২, ১১:৫১ পি.এম
“আমরা একাত্তর” এর উদ্যোগে ১০ ভাষাসৈনিককে সম্মাননা প্রদান

কিশোরগঞ্জের "আমরা একাত্তর" নামক সংগঠনের পক্ষ থেকে প্রয়াত ১০ জন ভাষাসৈনিককে সম্মাননা দেয়া হয়েছে। শনিবার দুপুরে জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়।
"আমরা একাত্তর" কিশোরগঞ্জের সংগঠক এডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষাসৈনিক আশরাফ মাস্টার (এমপি) সন্তান সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমদ সাদী, রবীন্দ্র সরকার, সাংবাদিক সাইফুদ্দিন আহমেদ লেলিন, আসাদুজ্জামান জুয়েল, আহমেদুল কবীর মামুন প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ভাষাসৈনিকরা হলেন আশরাফুদ্দিন আহম্মদ (আশরাফ মাষ্টার এম.পি), মিছির উদ্দিন আহমেদ, এ. বি মহিউদ্দিন, মু. আবু সিদ্দিক, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, আমিনুল হক, এডভোকেট এমএ মতিন, হায়দার আলী ও গঙ্গেশ সরকার।
"আমরা একাত্তর" এর সংগঠক এডভোকেট অশোক সরকার জানান, আজ শনিবার দেশের ৫৩টি জেলায় একযোগে আমরা একাত্তর সংগঠনের উদ্যোগে ভাষা সৈনিকদেরকে সম্মাননা প্রদান করা হচ্ছে। দেশে প্রতিটি জেলায় সরকারি ব্যবস্থাপনায় ভাষাসৈনিকদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলক স্থাপনের দাবি জানান তিনি।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho