প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৬, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২২, ৬:১৮ পি.এম
ঠাকুরগাঁওয়ে শ্যালিকাকে ধর্ষণ, দুলাভাই গ্রেফতার

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামে নিজের শ্যালিকাকে (সপ্তম শ্রেণীর ছাত্রী) ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়।
রোববার ওই ছাত্রীর পিতা বাদী হয়ে সদর থানায় এ মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার সালন্দর সিংপাড়া গ্রামের আব্দুর সবুরের ছেলে মো: সুমন (২৭) এর দেবীপুর ইউপির দারাজগাঁওয়ে গত ৩ বছর পূর্বে বিয়ে হয়। তার সংসারে ২ বছর বয়সী একটি কণ্যা শিশু জন্মগ্রহন করে। গত ১০ ফেব্রুয়ারি মামলার বাদি তার সপ্তম শ্রেণীতে পড়ুয়া ছোট মেয়েকে সঙ্গে নিয়ে জামাইয়ের বাসায় যান। সেখানে ছোট মেয়েকে রেখে বাড়িতে চলে আসেন। ওই দিনই রাতে স্ত্রী ও কন্যা ঘুমিয়ে গেলে দুলাভাই সুমন মুখে উড়না পেঁচিয়ে জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করেন। শ্যালিকা ধর্ষণের বিষয়টি পরিবারের লোকজনকে জানালে অসুস্থ অবস্থায় ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার সাব ইন্সপেক্টর (নিরস্ত্র) পারভিন বেগম জানান, মামলা গ্রহনের পর-পরই অভিযান চালিয়ে দুলাভাই সুমনকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho