শরণখোলা থানা পুলিশ ১৬ মাদক মামলার আসামি সায়েদ শেখ ওরফে পঙ্কজকে (৫৫) মাদকসহ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতকে রবিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে থানার এসআই স্বপনের নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে উপজেলার ধানসাগর ইউনিয়নের ছোট নলবুনিয়া গ্রামের তার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে একশ গ্রাম গাজাঁ উদ্ধার করা হয়।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি একজন মাদক কারবারী। তাকে রবিবার দুপুরে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে ২০১৫ সাল থেকে এপর্যন্ত শরণখোলা থানায় ১৬টি মাদক মামলা রয়েছে বলে ওসি জানান।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho