
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নোমান্সল্যান্ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষার টানে ক্ষনিকের জন্য দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলন মেলা। কেবলমাত্র ভাষার টানে আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকালে দুদেশের মানুষ যোগ দেন ২১ শের মিলন মেলায়।
নোমান্সল্যান্ডে নির্মিত অ¯হায়ী শহীদ বেদিতে সকাল সাড়ে সাড়ে ১০ টায় যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান, ভারতের পক্ষে পশ্চিমবঙ্গ বনগাও অঞ্চলের এমএলও শ্রী বিশ^জিত রায়, এমপি মমতা ঠাকুর, জেলা তৃণমুল সভাপতি আলোরানী সরকার, বনগাও পঞ্চায়েত প্রধান পরিতোশ বিশ্বাস এবং বাংলাদেশের পক্ষে যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন, কাস্টমস কমিশনার মো: আজিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী অফিসার আলিফ রেজা, অধ্যক্ষ ইব্রাহিম খলিল, ওসি কামাল ভ‚ইয়া, ওসি রাজু আহমেদ, বেনাপোল পৌর আওয়ামীলীগের সভাপতি এনামূল হক মকুল ও স্ধাারন সম্পাদক মো: নাছির উদ্দিন, যুগলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ ও সাধারন সম্পাদক সোহরাব চেয়ারম্যান।
দু দেশের জনগনই নয়, রাজনৈতিক নেতা থেকে শুরু করে প্রশাসনের সর্ব ¯তরের কর্মকর্তারাও বাদ যায়নি শহীদ বেদীতে ফুল দিতে। আজকের একুশ দু’দেশের বাংগালী জাতীকে দিয়েছে মর্যাদার আসন। পরে বাংলাদেশ ও ভারতের পক্ষে থেকে মিস্টি পাঠানো হয় দু দেশের জনগনের জন্য।
পরে বিকেলে ওপারে অনুিষ্ঠত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho