
পাবনার আমিনপুর থানা পুলিশের আয়োজনে পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ২২শে ফেব্রুয়ারী সকাল ১১টায় আমিনপুর ফুটবল মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আমিনপুর থানা পুলিশ কর্তৃক আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ বিভাগ) জনাব মাসুদ আলম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমিনপুর সুজানগর সার্কেলে অফিসার জনাব রবিউল ইসলাম ও বেড়া উপজেলা পরিষদের সন্মানিত চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল হক বাবু।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, আমিনপুর থানার সকল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান,মেম্বার ও বিভিন্ন গণমাধ্যম কর্মীসহ সর্বস্তরের জনগন।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, আমিনপুর থানার অফিসার ইনচার্জ জনাব রওশন আলী। এবং পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন, আমিনপুর থানার ওসি তদন্ত জনাব মোঃ তানভির আহম্মেদ সবুজ।
প্রধান অথিতির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পুলিশ সকল অপরাধ দমনে সর্বদা কাজ করে যাচ্ছে। পাশাপাশি জনগনের পূর্ণ সহযোগীতা পেলে, সময়মত অপরাধের সুনির্দিষ্ট তথ্য দিলে অপরাধ নির্মূল করা আরও সহজ হবে বলে জানান তিনি। পুলিশ যেমন জনগণের পাশে থাকে; অপরাধ দমনে তেমনি জনগণকেও পুলিশের পাশে থাকতে হবে। অনুষ্ঠানে উপস্থিত জনগন মাদক, অপরাধ, বাল্য বিবাহ ইত্যাদি বিষয়ের উপর বিভিন্ন সমস্যা নিয়ে প্রশ্ন করলে সকল প্রশ্নের উত্তর দেন অতিথিবৃন্দরা।
বার্তা/এন
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho