বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

বন্ধুকে খু‌ন, লন্ডনে দুই বাংলাদেশির যাবজ্জীবন

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশের সময় : ০২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
  • ২৯

দণ্ডিত দুই বাংলাদেশি। ছবি : সংগৃহীত

এক সম‌য়ের মাদক ব্যবসায়ী বন্ধুকে হত্যার দায়ে যুক্তরাজ্যে দণ্ডিত হয়েছেন অপর দুই বাংলাদেশি বংশোদ্ভূত মাদক ব্যবসায়ী। গত সোমবার (২১ ফেব্রুয়ারি) তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়।

আলিমুল ইসলাম ও মফিজুর রহমান পূর্ব লন্ডনের বাইরে ২৩ বছরের আলিমুজ জামানের উপর ছুরি দিয়ে হামলা চালান। তারা তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেন কমিউনিটির সদস্যরা।

২০১৯ সালের ২৬ মে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাঘাতে ব্যাপক রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।

আলিমুজ পপলার বার্ডেট এস্টেটে একজন মাদক ব্যবসায়ী ও হত্যাকারীদের পূর্বপরিচিত। দুই আসামি তাদের নিজস্ব মাদক ব্যবসা প্রতিষ্ঠা করার আগে আলিমুজকে রানার হিসাবে কাজ করাতো।

ফোন রেকর্ডে দেখা যায়, এই হত্যাকাণ্ডের আগের মাসগুলোতে হত্যাকারীদের সঙ্গে ভিকটিমের নিয়মিত যোগাযোগে ছিল এবং এর আগের সন্ধ্যায় দেখা হয়েছিল।

জনপ্রিয়

বন্ধুকে খু‌ন, লন্ডনে দুই বাংলাদেশির যাবজ্জীবন

প্রকাশের সময় : ০২:০৭:৩৫ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২

এক সম‌য়ের মাদক ব্যবসায়ী বন্ধুকে হত্যার দায়ে যুক্তরাজ্যে দণ্ডিত হয়েছেন অপর দুই বাংলাদেশি বংশোদ্ভূত মাদক ব্যবসায়ী। গত সোমবার (২১ ফেব্রুয়ারি) তাদের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হয়।

আলিমুল ইসলাম ও মফিজুর রহমান পূর্ব লন্ডনের বাইরে ২৩ বছরের আলিমুজ জামানের উপর ছুরি দিয়ে হামলা চালান। তারা তিনজনই বাংলাদেশি বংশোদ্ভূত বলে নিশ্চিত করেন কমিউনিটির সদস্যরা।

২০১৯ সালের ২৬ মে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ড ঘটে। ছুরিকাঘাতে ব্যাপক রক্তক্ষরণের কারণে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরেই তাকে মৃত ঘোষণা করা হয়।

আলিমুজ পপলার বার্ডেট এস্টেটে একজন মাদক ব্যবসায়ী ও হত্যাকারীদের পূর্বপরিচিত। দুই আসামি তাদের নিজস্ব মাদক ব্যবসা প্রতিষ্ঠা করার আগে আলিমুজকে রানার হিসাবে কাজ করাতো।

ফোন রেকর্ডে দেখা যায়, এই হত্যাকাণ্ডের আগের মাসগুলোতে হত্যাকারীদের সঙ্গে ভিকটিমের নিয়মিত যোগাযোগে ছিল এবং এর আগের সন্ধ্যায় দেখা হয়েছিল।