
ভালোবাসা দিবসকে সামনে রেখে ১ লা ফেব্রুয়ারি বাজারে ছাড়া সেই পারফিউম মাত্র ১৮ দিনের মাথায় হয়ে যায় ‘আউট অব স্টক’। অনেকেই এখন পারফিউমটি কেনার জন্য খোঁজ করছেন। তাদের কিছুদিন ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ করেছে কোম্পানিটি। তারা বুঝতে পারেনি যে পারফিউমটি মানুষ এতটা পছন্দ করবে।
সবচেয়ে বেশি বিক্রি হওয়া ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনের অংশ হিসেবে পারফিউমটি বাজারে এনেছিল তারা। কিন্তু ক্রেতারা বিষয়টি ‘সিরিয়াসলি’ নিয়েছেন। হু হু করে বিক্রি হয়েছে এই পারফিউম। বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সিএনএন। সেখানে আইডাহো পটেটোর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা জেমি হিগহ্যাম বলেন, ‘এই পারফিউম ভালোবাসা দিবসের জন্য একটা দুর্দান্ত উপহার। বিশেষ করে ফ্রেঞ্চ ফ্রাইকে যারা “না” করতে পারেন না।
ইনস্টাগ্রামে আইডাহো পটেটোর অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে এ ফ্রেঞ্চ ফ্রাইয়ের পারফিউমের ছবি। তার নিচে ব্যবহারকারীরা জানিয়েছেন, পারফিউমটি খিদে উদ্রেককারী। এ পারফিউম ব্যবহারকারীর ভালো লাগার পেছনে এই ঘ্রাণের অবদান রয়েছে। একজন লিখেছেন, তার নাকি এ পারফিউম ব্যবহারকারীকেই খেয়ে ফেলতে ইচ্ছা করে!
সূত্র- ইন্টারনেট
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho