আল্লাহতায়ালা প্রত্যেক মুসলমানের ওপর পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। পাঁচ ওয়াক্ত ফরজ, ওয়াজিব ও সুন্নত নামাজের বাইরেও কিছু নফল নামাজ রয়েছে। যতই ব্যস্ততা থাকুক ওয়াক্তমতো শুধু ফরজটুকু হলেও পড়ে নিতে হবে।
আজ বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি ২০২২, ২২ রজব ১৪৪৩ হিজরি। দেখে নিন ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের ওয়াক্ত শুরুর সময়সূচি।
জোহর – ১২টা ১৫ মিনিট।
আসর- ৪টা ২২ মিনিট।
মাগরিব- ৬টা ০২ মিনিট।
এশা- ৭টা ১৫ মিনিট।
ফজর (২৫ ফেব্রুয়ারি)- ৫টা ০৯ মিনিট।
বিভাগীয় শহরের জন্য উল্লিখিত সময়ের সঙ্গে যেসব বিভাগে সময় যোগ-বিয়োগ করতে হবে, তা হলো-
বিয়োগ করতে হবে-
চট্টগ্রাম : -০৫ মিনিট
সিলেট : -০৬ মিনিট
যোগ করতে হবে-
খুলনা : +০৩ মিনিট
রাজশাহী : +০৭ মিনিট
রংপুর : +০৮ মিনিট
বরিশাল : +০১ মিনিট
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।