
ফরিদপুরের জেনারেল হাসপাতালে ঢুকে মো. রাসেল (৩৫) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার রাতে ওই যুবককে কুপিয়ে জখম করা হয়। আহত যুবককের বাড়ি ফরিদপুর শহরের টেপাখোলার বৃন্দাবন মোড় এলাকায়। সে ওই এলাকার আবুল খায়েরের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, হাসপাতালে চিকিৎসা সেবা নিয়ে কর্মরত ইলা শিকদার নামে এক নার্সের সাথে কথা কাটাকাটি হয় নারী ওয়ার্ডে ভর্তি রোগীর স্বামীর সাথে। পরে এর জের ধরে বহিরাগত কয়েকজন যুবক ওই রোগীর স্বামী রাসেলকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাসেলের অবস্থা আশঙ্কাজনক।
ফরিদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সাইফুজ্জামান বলেন, রাসেলের অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। এখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে পাঠানো হয়েছে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তরিত করা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, খবর পেয়ে কোতোয়ালি থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho