শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

ইউক্রেনে আটকেপড়াদের আনতে পারল না ভারতীয় বিমান

ছবি- জি নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের তিন দিক থেকে হামলা শুরু করে রুশ সেনারা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চল। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার। এমন পরিস্থিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা দেয় ভারতীয় একটি বিমান। কিন্তু রাশিয়া মিসাইল হামলা চালানোর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দেওয়ায় মাঝ পথ থেকেই বিমানটি দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আশঙ্কায় ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ভারতের বিশেষ একটি বিমানে ২৪২ জন শিক্ষার্থী দিল্লি ফেরেন।

কিন্তু বৃহস্পতিবার পুতিনের যুদ্ধ ঘোষণার পরই পরিস্থিতি বদলে যায়। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরেই অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে গিয়ে একটি বিমান মাঝপথে থেকেই ফিরে আসতে হয়।

ইউক্রেনে এখনও ১৮ হাজার ভারতীয় আটকে আছে বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ব্যাংকের টাকা নয়ছয় করে আল-আমিন এখন বিপুল সম্পদের মালিক

ইউক্রেনে আটকেপড়াদের আনতে পারল না ভারতীয় বিমান

প্রকাশের সময় : ০৪:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী ২০২২

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ঘোষণার পরেই ইউক্রেনের তিন দিক থেকে হামলা শুরু করে রুশ সেনারা। বিস্ফোরণের শব্দে কেঁপে উঠছে রাজধানী কিয়েভসহ বেশ কিছু অঞ্চল। আকাশে উড়ছে সামরিক হেলিকপ্টার। এমন পরিস্থিতে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনতে রওনা দেয় ভারতীয় একটি বিমান। কিন্তু রাশিয়া মিসাইল হামলা চালানোর পর ইউক্রেন আকাশসীমা বন্ধ করে দেওয়ায় মাঝ পথ থেকেই বিমানটি দিল্লিতে ফিরে আসতে বাধ্য হয়।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের আশঙ্কায় ইউক্রেনে ভারতীয় দূতাবাস সে দেশে পড়াশোনা করা ভারতীয় শিক্ষার্থীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী, মঙ্গলবার গভীর রাতে ভারতের বিশেষ একটি বিমানে ২৪২ জন শিক্ষার্থী দিল্লি ফেরেন।

কিন্তু বৃহস্পতিবার পুতিনের যুদ্ধ ঘোষণার পরই পরিস্থিতি বদলে যায়। রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরেই অনির্দিষ্টকালের জন্য ইউক্রেনের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়। ফলে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করতে গিয়ে একটি বিমান মাঝপথে থেকেই ফিরে আসতে হয়।

ইউক্রেনে এখনও ১৮ হাজার ভারতীয় আটকে আছে বলে জানা গেছে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা