
ইউক্রেনে হামলার জন্য শাস্তি হিসেবে বৃহস্পতিবার রাশিয়ার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেন, পুতিন আক্রমণকারী। পুতিন এই যুদ্ধের পথ বেছে নিয়েছেন। এখন সে এবং তার দেশ এর পরিণতি ভোগ করবে।
বাইডেন বলেন, রাশিয়ার বিরুদ্ধে নেওয়া একগুচ্ছ ব্যবস্থা দেশটির অর্থনীতিতে তাৎক্ষণিক ও দীর্ঘ মেয়াদি ক্ষতি সাধন করবে।
নতুন নিষেধাজ্ঞাগুলো রাশিয়ার প্রযুক্তি শিল্প, ব্যাংক ও ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ ‘দুর্নীতিগ্রস্ত ধনকুবের ও তাদের পরিবারকে’ ক্ষতিগ্রস্ত করবে।
বাইডেন বলেন, এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে চারটি রাশিয়ান ব্যাংক, যেগুলোর রয়েছে এক ট্রিলিয়ন ডলারের বেশি সম্পদ। এর মধ্যে রয়েছে দেশটির সবচেয়ে বড় ব্যাংক। তার মানে আমেরিকায় তাদের সমস্ত সম্পদ জব্দ করা হবে।
বাইডেন আরও বলেন, পুতিনের ঘনিষ্ঠ ধনী রাশিয়ানদের ওপরেও নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বৃহস্পতিবারের এই পদক্ষেপ রাশিয়ান প্রেসিডেন্টকে ব্যক্তিগতভাবে উদ্দেশ্য করে নেওয়া হয়নি। কিন্তু বাইডেন বলেন, পুতিনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি টেবিলেই আছে।
এদিকে, ইউক্রেনে দ্বিতীয় দিনেও চলছে নিরাপত্তা বাহিনীর তুমুল লড়াই। রাজধানী কিয়েভসহ বেশ কিছু জায়গায় চলছে দফায় দফায় বিস্ফোরণ। বাড়ছে লাশের মিছিল। শুরু থেকে এ পর্যন্ত ২০৩টি হামলা চালিয়েছে রাশিয়া। ১৩৭ জন ইউক্রেন সেনা নিহত হয়েছে বলে জানা গেছে।এবার ইউক্রেনের রাজধানী কিয়েভে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
সূত্র: সিএনএন, আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho